স্প্যানিশ
কোপা দেল রে-তে চতুর্থ শ্রেণির দল ক্লাব দিপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে
বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। রাউন্ড অব ৩২ এ দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে
নিজেদের জায়গা নিশ্চিত করেছে লস বাঙ্কসরা।
গতকাল সোমবার রাতে মিনেরার ঘরের মাঠ কার্টাগোনোগায় রিয়ালের হয়ে জোড়া গোল করেন আর্দা গুলার।
ম্যাচের
৫ মিনিটে গোল করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে। ৮ মিনিট পর ব্যবধাণ
দ্বিগুণ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। বুলেট গতির দুর্দান্ত হেডে গোলটি করেন
ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার।
গুলার নিজের প্রথম গোল করেন ২৮ মিনিটে।
তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। গুলার নিজের
দ্বিতীর গোল করেন ৮৮ মিনিটে; গতকাল যা রিয়ালের শেষ গোল। তার আগে ৫৫ মিনিটে
সফরকারীদের হয়ে আরও একটি গোল করেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা
মদ্রিচ।
ম্যাচের পর রিয়ালকে শুভসূচনা এনে দেওয়া ভালভার্দে বলেন, ‘আমি
দলে অবদান রাখতে পেরে খুশি। কিন্তু আমার কাজ ভিন্ন; সম্ভাব্য সর্বোত্তম
উপায়ে সাহায্য করা, রক্ষা কর। আমি আনন্দিত যে, কোচ প্রতিটি খেলায় আমাকে
বিবেচনায় রাখেন, তিনি আমার প্রতি আস্থা রাখেন এবং আমি ক্লান্ত হলেও আমি
সবসময় খুশি।’
৩৯ বছর বয়সী মদ্রিচকে নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি
বলেন, ‘(লুকা) ফুটবলের জন্য একটি উপহার এবং যারা এটিকে কাছে থেকে উপভোগ
করতে পারে তাদের জন্য আরও অনেক কিছু। সমর্থক, খেলোয়াড়, কোচ... আমার জন্য
এটা একটা দারুণ উপহার। এই ধরনের ম্যাচের জন্য সে যেভাবে প্রস্তুতি নেয়, যেন
এটা একটা ফাইনাল। এটা আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ।’
রিয়ালের
গোলের সংখ্যাটা আরও বড় হতে পারতো, যদি মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ
বেশ কিছু শট ঠেকিয়ে না দিতেন। ভালভার্দে ও কিলিয়ান এমবাপের অনেকগুলো শট
রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।