শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
৩০ কার্তিক ১৪৩২
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ০৭.০১.২০২৫ ২:০৩ এএম |


 চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার


কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এলজি বন্ধুক ও একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান(৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সালাউদ্দিন উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মোঃ শাহজাহান খানের ছেলে। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর দেয়া তথ্য অনুযায়ী বাড়ী থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার শেষে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম সেনাক্যাম্পের ইনচার্জ মেজর মাহিন। 
চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষ্ণপুর এলাকার ‘লন্ডনের বাড়ি’ নামে একটি বাড়িতে টর্চার সেল হিসেবে ব্যবহার করতো সন্ত্রাসী সালাউদ্দিন। সেখানে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। গোপন সংবাদের ভিত্তিতেদীর্ঘদিন নজরদারির পর রোববার রাতে ফকিরবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেয়া তথ্য মতে, তাঁর বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দুইতলা ভবন ‘লন্ডনের বাড়ি’ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সন্ত্রাসী সালাউদ্দিন খান যুবককে ধরে নিয়ে ওই টর্চার সেলে জিম্মি করেছিল। ওই যুবকের একটি আত্মীয় সেনাবাহিনীতে চাকুরি করেন। তিনি সেনাক্যাম্পে বিষয়টি অবহিত করার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠে। 
মেজর মাহিন আরও জানান, আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে অস্ত্র আইনে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীদেরও আটক করতে অভিযান চালছে। সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা এটিএম আক্তার উজ জামান বলেন, সালাউদ্দিন খান নামের একজনকে অস্ত্রসহ আটক শেষে থানায় সোপর্দ করেছেসেনাবাহিনী। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
যে চার বিষয়ে হবে গণভোট
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
‘আলোচনা করে’ মত জানাবে ইসি
কুমিল্লায় মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিরাপত্তায় ছিল কঠোর নজরদারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবিদ্বারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বাইউস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ অনুষ্ঠিত
কুমিল্লায় সর্বোচ্চ নিরাপত্তা মাঠে থাকবে ২৩শ পুলিশ
মা ও দুই বোনের পর চলে গেলেন কলেজ ছাত্র লিশান
হাজী ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২