কুমিল্লার
লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তা বাজারে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ রোডে
অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সহ উদ্বোধন হলো আল-মিনা এস. কে. হুদা
টাওয়ার।
শনিবার (৪ঠা জানুয়ারি) দুপুরে ফিতা কেটে টাওয়ারের উদ্বোধন করেন
লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক
যাত্রা শুরু করল দক্ষিণ কুমিল্লার অন্যতম বিলাসবহুল ও সর্বাধুনিক সুবিধা
সম্পূর্ণ আবাসিক ও শপিংমলটি।
আল-মিনা ডেভেলাপার্সের চেয়ারম্যান ও
লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রস্তাবিত আহবায়ক
মাসুদ করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন,
আল-মিনা এস. কে. হুদা টাওয়ারের উপদেষ্টা আব্দুল খালেক মজুমদার, জমির মালিক
বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হুদা, বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো :
রফিকুল ইসলাম, হরিশ্চর বাজার কমিটির সভাপতি মোঃ শাহজাহান, আল-মিনা এস. কে.
হুদা টাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, পরিচালক পল্লী
বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মো : হাফিজুর রহমান প্রমুখ।
আল-মিনা এস. কে.
হুদা টাওয়ারের পরিচালক সাইফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন
তেলওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন আল-মিনা এস. কে. হুদা টাওয়ারের
পরিচালক মাওলানা সফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এহসান
মুরাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাইওয়ের পাশে এমন একটি স্থানে
দৃষ্টিনন্দন টাওয়ার স্থাপনের সাহসী উদ্যােগকে আমি সাধুবাদ জানাই এবং
উদ্যােক্তাদের ধন্যবাদ জানাই। এখানে যেহেতু একটি টাওয়ার প্রতিষ্ঠিত হয়েছে
প্রতিদিন প্রচুর জনসমাগম হবে, তাদের নিরাপত্তা নিশ্চিতেও আপনাদের ভূমিকা
পালন করতে হবে। আমরা আশাবাদী উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে
দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি হবে। এতে করে ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হবে
উদ্যোক্তা তৈরি হবে এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।