আসন্ন
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ১৭ টি
পূজা মণ্ডপে স্বেচ্ছাশ্রম ও নিরাপত্তা বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার
এহসান মুরাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ৭ অক্টোবর বিকেলে
ইউএনও কার্যালয়ে এই সভা হয়। শিক্ষানবিশ আইনজীবী উপজেলা স্বেচ্ছাসেবক দলের
সদস্য সচিব মো. মাকসুদুর রহমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফজলুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মো.
ইউসুফ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন, মাস্টার জাহিদুল ইসলাম, মো. শামীম
হোসেন, হাজী সৈকত, শম্ভু রায়, বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মো. ওমর ফারুক, বাকই উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মো.
মাসুদুর রহমান, পেরুল দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জসীম
উদ্দিন, বেলঘর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন,
বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আহাম্মদ উল্লাহ ,
বেলঘর উত্তর ইউনিয়নের প্রস্তাবিত আহবায়ক মো. আলী হোসেন প্রমুখ।
বিএনপির
চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
মনিরুল হক চৌধুরীর নির্দেশে শারদীয় দুর্গা পূজায় একটি মনিটরিং টিম উপজেলার ৯
টি ইউনিয়নের ১৭টি পূজা মণ্ডপে স্বেচ্ছাশ্রমে নিরাপত্তার কাজ করবে। এ-সময়
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট
স্বেচ্ছাশ্রমীদের নামের তালিকা হস্তান্তর করেন।