কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি :
|
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ শাহ আলী নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহ আলী হোমনা উপজেলার ১ নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সফুল্লাকান্দি এলাকার সেলিম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শাহ আলী মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়ন কক্ষের ভিতরে তল্লাশী চালিয়ে দা, ছেনি, ছুরি, চাকু, সুইচ গিয়ারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় হোমনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর দুপুরে তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে।
|