মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৪৪ এএম |


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাফল্য অর্জন করেছে কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। যার মধ্যে ২০৯ জন সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। এ বছর কালেক্টরেট স্কুলে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে।
রবিবার (১২ মেমে-২০২৪) ফল প্রকাশের পর শিক্ষার্থীদের হৈ-হুল্লুর, নাচ-গান আর ঢোল-তবলা বাজিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে স্কুল অঙিনায়। অনেক অভিভাবক এসেছে মিষ্টি নিয়ে।
কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, গত বছর থেকে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা ৭৫জন জিপিএ-৫ পেয়েছিলো, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ৯৬জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর পাশের হার ৯৯.০৫ শতাংশ। এ সাফল্যের নেপথ্যে জেলা প্রশাসন, শিক্ষকম-লী, সন্মানিত অভিভাবক ও শিক্ষার্থী সবার শ্রম, ভালোবাসায় ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের বহুমুখি প্রতিভা বিকাশ, লেখাপড়ার মানোন্নয়ন ও ফলাফল ভাল করার জন্য মনিটরিং বৃদ্ধিসহ নানা কার্যক্রম চলমান আছে। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও বইপড়া প্রতিযোগিতাসহ সকল ক্ষেত্রে সমভাবে শিক্ষার্থীরা তাদের পারফরমেন্স প্রদর্শন করছে।
প্রসঙ্গত, কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রস্থল রাজগঞ্জ-সংলগ্ন রাজবাড়ি কম্পাউন্ডে ২০১৪ সালে প্রায় ২ একর ভূমির উপর কুমিল্লা কালেক্টরেট স্কুল এ- কলেজটি স্থাপন করা হয়। স্কুল ও কলেজ শাখায় হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।













সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২