আলমগীর হোসেন।।
বাংলা
চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি। বর্তমানে
সিনেমা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। তবে সামাজিক কর্মকা-ে নিজেকে ব্যস্ত
রেখেছেন কিংবদন্তি শিল্পী আনোয়ারার মেয়ে মুক্তি। তারই ধারাবাহিকতায়
বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
রবিবার নিজ জন্মভূমি
কুমিল্লায় প্রায় দুই শতাধিক মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী
নিয়ে যান। বন্যাকবলিত তিতাস এবং মুরাদনগর উপজেলায় মানুষের মাঝে বিতরণ করেন।
তাদের আরেকটি টিম ফেনীতে ১ হাজার ৪০০ মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে
যান।
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুক্তি বলেন, ‘আমরা খুবই খারাপ
সময় পার করছি। তারপরও নিজ সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি ভালোবাসার হাত
বাড়িয়েছি। এটাকে কেউ ত্রাণ বলবেন না। ভালোবাসা। আমার সঙ্গে আছেন পরিবারের
সদস্য সুমি ও জয়া। খাদ্য সামগ্রী বিতরণে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি
উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর নেতৃত্বে একঝাঁক
স্বেচ্ছাসেবী অংশ নেয়।
গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার
মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের
আলো’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাসন রাজা’,সহ বহু সিনেমায় অভিনয় করেন তিনি।
উল্লেখ্য,
চিত্র নায়িকা রুমানা ইসলাম মুক্তি বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও
দাউদকান্দির কৃতি সন্তান অভিনেত্রী আনোয়ারার মেয়ে। মুক্তি দেশের জনপ্রিয়
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার
উপদেষ্টা। মা আনোয়ারার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের
হরিপুর গ্রামে। মুক্তির বাবার বাড়ি একই উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায়।