কুমিল্লায় মার্চ ফর জাস্টিসে শিক্ষার্থীদের ঢল
|
গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের বিচার দাবীতে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে ঢাকা থেকে আসা সমন্বয়কদের তিনজন ছাড়াও কুমিল্লার বিভিন্ন ইউনিটের সমন্বয়করা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও- দেশের বাইরে থেকে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে থাকতে হবে সবাইকে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীর সহ সাধারণ মানুষের হত্যার দায় তাকেই নিতে হবে। শেখ হাসিনার বিচার দাবিতেই শিক্ষার্থীরা আজ মাঠে নেমে এসেছে। তারা এই মার্চ ফর জাস্টিস পালন করছে। বর্তমান সরকারের কাছে এই দাবি স্বৈরাচারী শেখ হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। |