'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টায় বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রেন আটকে দেন তারা।
এসময় শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে প্রায় পৌনে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় রেলপথ।
ট্রেন আটকে রাখায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকে মোবাইলে লুডু ও অন্যান্য ভিডিও গেমস খেলে সময় কাটান। ভোগান্তি হওয়াতে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় যাত্রীদের।
যাত্রীদের অভিমত, আন্দোলন করতে হলে করুক, কিন্তু মানুষের ভোগান্তি কেন তৈরি করবে? অবরোধের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। গরমে শিশুদের কষ্ট হচ্ছে। মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করা উচিত নয়।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারো ভোগান্তি হোক তা তারা চান না। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কার চান তারা। সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে এনে সংসদে আইন পাস করার দাবি করেন আন্দোলনকারীরা।
এর আগে দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাকৃবির কে. আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ করেন। এরপরই রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।