শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় আলোচিত ধর্ষণকাণ্ড ভিডিও ধারণকারী চার যুবক কারাগারে
জহির শান্ত
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৭:৫৮ পিএম |

কুমিল্লায় আলোচিত ধর্ষণকাণ্ড ভিডিও ধারণকারী চার যুবক কারাগারেকুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণকাণ্ডে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক চারজনকে পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় তাদেরকে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির করা হলে ১১ নং জুডিসিয়াল আদালতের বিচারক মুমিনুল হক চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে চার আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পরিদর্শক সোহেল সাদেক। তিনি জানান, আদালত চার আসামির জামিন নামঞ্জুর করার পর তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার অন্য চারজন হলেন- কুমিল্লার মুরাগনগর উপজেলার পাচকিত্তা বাহেরচ গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. সুমন, জাফর আলীর ছেলে রমজান আলী, আলম মিয়ার ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক। অপরদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। শনিবার দিবাগত রাতে মুরাদনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী চারজনকে এবং ভোরে ঢাকার সায়েদাবাদ থেকে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ধর্ষণের শিকার নারীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আমরা পর্যালোচনা করি। এরপর অভিযান চালিয়ে চারজনকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি। তাদেরকে পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে। 
অপরদিকে মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আহত অবস্থায় কুমিল্লা পুলিশ লাইন্স হসপিটালে চিকিৎসাধীন আছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস -আসিফ মাহমুদ
বিচার-সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হতে দেব না : ছাত্রশিবির
চান্দিনায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ
রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের বিস্তার হোমনায় এলাকাবাসীর প্রতিবাদ সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লা বোর্ডের ফলাফলে কেনো ধ্বস নামলো?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২