নার্স রূপে দেখা দিলেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। দুজনের পরনেই সাদা অ্যাপ্রন। মুখভঙ্গি রহস্যময়! একজনের হাতে রক্তভর্তি সিরিঞ্জ, অন্যজনের হাতে স্টেথোস্কোপ। একজন খোলা চুলে, অন্যজনের মাথায় নার্সিং ক্যাপ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর ফেসবুক পেজ থেকে এমন লুকেই সামনে আসেন ফারিণ-নাদিয়া। জানা যায়, সেগুলো ‘একটি খোলা জানালা’ নামের শর্টফিল্মের একঝলক, যা পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছোট্ট একটি টিজারও। যেখানে দেখা যায়, বাইরে তুমুল ঝড়-বৃষ্টি। বিদ্যুৎ চমকাচ্ছে অবিরত। একটি অন্ধকার ঘরে রকিং চেয়ারে বসে আছে একজন। তার চেহারা অপ্রকাশিত, কিন্তু হাত-পা কাঁপছে।
শিহরণ তোলা সেই টিজারের ক্যাপশনে বিঞ্জ লিখেছে, ‘‘অশরীরি সেই রাতে কী হয়েছিল সবার সাথে? আসছে ‘একটি খোলা জানালা’, শুধু বিঞ্জ-এ!’’
এ বিষয়ে গণমাধ্যমে ভিকি জাহেদ জানান, দুজন নার্সকে ঘিরে এগিয়েছে একটি খোলা জানালা’র গল্প। নির্মিত হয়েছে থ্রিলার ও হরর মিশ্রণে। দৈর্ঘ্য ৫০ মিনিট। জুলাইয়ের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে এটি।
এদিকে, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত নাটক ‘তিথিডোর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।