নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আব্দুল হাসান চৌধুরী অপু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর মোগলটুলি এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অন্তত ৮ থেকে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরদিন শনিবার (২৫ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁদাবাজির অভিযোগে অপুকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন।
তিনি বলেন, অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৮/৯টি মামলা ছিলো। শুক্রবার রাতে চাঁদাবাজি ও হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, অপু শুধু চাঁদাবাজিই নয়, তার আশপাশের এলাকায় কেউ বাড়ি নির্মাণ করলে তার কাছ থেকে নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য চাপ দিতেন। কিনতে না চাইলে তাদের উপর হামলার ঘটনা ঘটতো।
এর আগে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল আহমেদ রানার কাছে চাঁদা দাবি করে হামলা চালিয়ে আলোচনায় আসেন অপু। হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন রানা। এ ঘটনায় নগর জুড়ে বেশ আলোচনা তৈরি হয় এবং অপুকে গ্রেফতারের দাবি উঠে।
শাকিল আহমেদ রানা সাংবাদিকদের বলেন, অপু ও তার সাঙ্গপাঙ্গরা ৫ নম্বর ওয়ার্ডে যারাই নতুন বাড়ি নির্মাণ কিংবা সংস্কার করেন তাদের নিকট চাঁদা দাবি করেন। এই চাঁদাবাজ চক্রটিও আমার সাথেও একই আচরণ করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২২ মে রাত ১১ টার দিকে চাঁদাবাজ অপু ও তার সঙ্গীরা গাড়ি থামিয়ে আমাকে আক্রমণ করে। আমাকে পিটিয়ে আহত করে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসি। এরপর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি। পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে।