কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিদ্যালয়ের প্রাঙ্গনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবদুল আউয়াল।
বক্তব্য রাখেন বরুড়ার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী নুরুন্নবী ভূঁইয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী ছাদেক হোসেন, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মোবারক হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ি ও প্রাক্তন শিক্ষার্থী ফয়েজ আহমদ, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবদুল আলীম, প্রাক্তন শিক্ষার্থী রুবাইয়া আলম, ইঞ্জি. মাসুদ ভূইয়া প্রমুখ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবু আজাদের সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, ঢাকাস্থ ব্যবসায়ি ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ মীর হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ হুমায়ুন কবির মানিক, প্রাক্তন শিক্ষার্থী সহিদ, রিপন, শরীফ, স্বপন, আলমগীর হোসেনসহ বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন কৃতি শিক্ষার্থী অংশ নেয় এ আয়োজনে।অনুষ্ঠানে সংগীত ও কৌতুক পরিবেশন করেন- প্রাক্তন শিক্ষার্থী মোঃ সোহাগ, নজরুল ইসলাম সুমন, মোঃ শরীফ, মাহমুদা মরিয়ম নাইমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জি. গাজী ইসমাইল হোসেন, ইঞ্জি. মামুন, ইঞ্জি. ফখরুল, হাসান মোরশেদ, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলামসহ প্রাক্তন কৃতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইসলাম সুমন।উক্ত পূনর্মিলনীটি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের ফাঁকে কেউ কেউ দলবদ্ধ হয়ে ছবি তুলেছেন, কেউ আবার আড্ডায় গল্পে মেতেছেন। বিদ্যালয়ের পুনর্মিলনীতে সকলে একসাথ হয়েছেন বিদ্যালয় মাঠে। একে অপরের সাথে সাথে পুরনো স্মৃতি ভাগাভাগি করেন। এদিকে প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে ২০২৫ সালে বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে বৃহৎ পরিসরে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।