গতকাল
২৫ মার্চ বার্ডের লালমাই অডিটোরিয়ামে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সুশাসন
প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় শুদ্ধাচার
কৌশল কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, ইনোভেশন, সেবা প্রদান
প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনার বিভিন্ন
সূচক অনুযায়ী বিস্তারিত আলোচনা হয়। এ সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও
সমবায় বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বার্ড-এর মহাপরিচালক
(অতিরিক্ত দায়িত্ব) জনাব সুব্রত কুমার সিকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
সরকারের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও নাগরিকদের অংশগ্রহণ
নিশ্চিতকল্পে এই অংশীজনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে জাতীয়
শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, ইনোভেশন, সেবা
প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনার উপর
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে জনাব শাহ্ জুলফিকার হায়দার, উপসচিব
(বাজেট) ও এনআইএস এর বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা, জনাব সুব্রত কুমার
সিকদার, যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা
(অনিক), জনাব আজীজ হায়দার ভূইয়া, উপসচিব (প্রশাসন) ও ইনোভেশনের সদস্য সচিব,
জনাব মোহাম্মদ মাহবুব আলম, উপসচিব (প্রশাসন অধিশাখা-২) ও সিটিজেন
চার্টারের ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং জনাব আশীষ কুমার সাহা উপসচিব
(পরিকল্পনা ও উন্নয়ন-২), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। উক্ত অংশীজনের সভায়
বার্ড-এর ৩০ জন, কুমিল্লাস্থ বিআরডিবি’র ০৫ জন, এসএফডিএফ-এর ০৫ জন,
পিডিবিএফ-এর ০৫ জন, সমবায় অধিদপ্তরের ০৫ জন, সমবায় ব্যাংকের ০৩ জন,
সাংবাদিক ০৫ জনসহ মোট ৫৮ জন অংশগ্রহণ করেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের
এপিএ টীমের উদ্যোগে এই সভা বাস্তবায়িত হয়েছে।