ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: শুক্রবার সকালে ৩০ জানুয়ারি কুমিল্লা-৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের পক্ষে উপজেলার ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া কাহেতার এলাকায় ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান বকুলের নেতৃত্বে গণমিছিল, জনসংযোগ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম খান বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম সৈকত,ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সালেহ আহমেদ এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক মোঃ সফিকুর রহমান শিমুল।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস ছামাদ রুহুল আমিন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহেল রানা ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী, উপজেলা জাসাসের সহ-সভাপতি ইমতিয়াজ আলম রিপন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম, নেতা এরশাদ হোসেন , কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
