কুমিল্লার বরুড়ায় বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর পক্ষে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার
৩০ জানুয়ারি বিকাল ৪টায় বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একাংশের পাটোয়ারি
বাড়ির সামনে মহিলাদের ধানের শীষ এর পক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি গণসংযোগে করে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী
সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এর সহধর্মিনী নাজনীন আহমদ। বিশেষ
অতিথিরবক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ কায়সার আলম সেলিম। এ
সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র
সহ-সভাপতি ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা
বিএনপির সহসভাপতি কবির হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক
মোস্বতফা জামান হানিফ বরুড়া পৌরসভার বিএনপি'র সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ
আব্দুল লতিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান মোল্লা,
বরুড়া পৌরসভার যুবদল এর আহবায়ক আক্তার হায়দার সদস্য সচিব মনির হোসেন
পাটোয়ারী, বরুড়া পৌরসভা ছাত্রদল নেতা ইমন পাটোয়ারী, মহিলা দলের নেত্রী
রুবীসহ অন্যান্যরা। এদিন অতিথিরা বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী
জাকারিয়া তাহের সুমন এর পক্ষে মহিলা কর্মী সমাবেশে দোয়া ও ধানের শীষ
প্রতীকে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির
সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
