নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের
পরিবারসহ মোট ৪৬ জন ভুক্তভোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে
বিআরটিএ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। বিআরটিএ ট্রাস্টি
বোর্ড দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য নিয়মিতভাবে এই সহায়তা কার্যক্রম
পরিচালনা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা
ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার
পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান অত্যন্ত
গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
চেক
বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাসুদ আলম, হাইওয়ে
পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম ও বিআরটিএ কুমিল্লা
কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফারুক আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং ভুক্তভোগী পরিবারের
সদস্যরা উপস্থিত ছিলেন।
