নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সীমান্ত থেকে প্রায় ৬২ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয়
শাড়ির বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮
ডিসেম্বর) পৃথক অভিযানে এসব অবৈধ শাড়ি উদ্ধার করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০
বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও
আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে বিজিবি। এরই অংশ
হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার
বিবিরবাজার বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ টহলদল অভিযান চালায়।
অভিযানে
সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে কবিরাজ বাজার ও
টিক্কারচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ির
বস্তা জব্দ করা হয়। জব্দ এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার
টাকা বলে জানিয়েছেন ১০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মীর আলী এজাজ।
তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচাররোধে অভিযান
আরও জোরদার করা হয়েছে। আটককৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য
বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলেও জানিয়েছে বিজিবি।
