শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২
মৃত্যু থেকে পালানোর পথ নেই
ওমর ফারুক ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ এএম |


এই দুনিয়ায় কোনো প্রাণী অমর নয়। সব প্রাণেরই মৃত্যু হবে। এই ক্ষণস্থায়ী জীবনের যাত্রা শেষে মানুষসহ সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সব প্রাণীরই মৃত্যু হবে, এই দুনিয়ার জীবন ধোঁকা ও বিভ্রম ছাড়া কিছুই নয়।
আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। (সুরা আলে ইমরান: ১৮৫)
কার মৃত্যু কখন কোথায় কী অবস্থায় ঘটবে তা কারো জানা নেই। এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ূতে যা আছে, তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা লোকমান: ৩৪)
সবার মৃত্যুর দিনক্ষণ, স্থান, তারিখ নির্ধারিত। নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে বা পরে কারো মৃত্যু হয় না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সময় আসবে, তখন তা এক মুহুর্তকালও আগে কিংবা পরে হবেনা। (সুরা আরাফ: ৩৪) 
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আল্লাহ তা’আলা আসমানসমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সব সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করেছেন যখন আল্লাহর সিংহাসন পানির ওপর ছিল। (সহিহ মুসলিম)
যে জায়গায় যার মৃত্যু লেখা আছে, সেখানেই তাঁর মৃত্যু হয়। সে যদি দূর দেশে থাকে, কপালের লিখন তাকে ওই জায়গায় টেনে নিয়ে যায়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে নির্ধারিত স্থানে মৃত্যু দান করতে চান; তখন সেখানে তার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। (মুসতাদরাকে হাকেম)
অর্থাৎ সে কোনো কাজে জায়গায় যায় যেখানে তার মৃত্যু লেখা আছে এবং সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মানুষ যদি সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করে, তবুও নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান কর। যদি তাদের কাছে কোন কল্যাণ পৌঁছে তবে বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’। আর যদি কোন অকল্যাণ পৌঁছে, তখন বলে, ‘এটি তোমার পক্ষ থেকে’। বল, ‘সব কিছু আল্লাহর পক্ষ থেকে’। এই জাতির কী হল তারা কোন কথা বুঝতে চায় না! (সুরা নিসা: ৭৮)













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ২৪ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর উদ্বোধন
‘এক’শ বছরে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াত ’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২