নিজস্ব
প্রতিবেদক: দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত বিজয় নয় বলে মন্তব্য
করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা ১০ আসনের দলটির মনোনয়ন
প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়া।
বুধবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট
উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে এবং দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে
বর্ণাঢ্য র্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
মন্তব্য করেন।
তিনি বলেন, ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল এরপর
দীর্ঘ ১৭ বছর আমার জীবন যৌবন কেটেছে কারাগারে থেকে। দলের প্রয়োজনে এবং
কুমিল্লা ১০ আসনের উন্নয়নে সব সময় পাশে ছিলাম। তিন নভেম্বর দল থেকে যে
প্রাথমিক মনোনয়ন দিয়েছিল সেখানে আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বঞ্চনা আমার
সাথে মুনাফেকি। তা নাঙ্গলকোটের মানুষ যেমন জানে, সারা বাংলাদেশের মানুষও
জানে। মনোনয়ন বঞ্চনার পর আপনারা আমার সাথে থেকে দলের কেন্দ্রীয় হাই
কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি
দলের চূড়ান্ত মনোনয়ন আপনাদের পক্ষে আসবে।
