কুমিল্লা প্রতিনিধিঃ
মহান
বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির
উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের
কর্মসূচির সূচনা হয়।
এরপর একটি বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা
মহানগর বিএনপি; আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সাধারণ সম্পাদক,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি; মো. আমিরুজ্জামান আমির, যুগ্ম সাধারণ
সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি; সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক
দল এবং মোস্তফা জামান,সরওয়ার জাহান দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর
শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বান জানান।
