কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল
১৪ ডিসেম্বর বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া উপজেলা সহকারী
কমিশনার ভূমি আহসান হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা
নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। আলোচনায় অংশ গ্রহণ করেন, বরুড়া থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ
জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বীর মুক্তিযোদ্ধা
রফিকুল ইসলাম মীর, বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাংক ম্যানেজার মোঃ শাহাদাত
হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা
প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস, সাধারন সম্পাদক সাংবাদিক
মোঃ ইকরামুল হক।
এদিন আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের
জন্য আত্মত্যাগ কারী শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে
স্মরণ করা হয় এবং তাদের জীবনী নিয়ে আলোচনা হয়।
