মহান
বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুরাদনগর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী
বিজয় মেলার জমকালো উদ্বোধন করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে
নবনির্মিত উপজেলা পরিষদ ভবনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
উদ্বোধনের পর
প্রধান অতিথি ইউএনও মোঃ আবদুর রহমান মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে
দেখেন। এই মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত চারু, কারু ও গ্রামীণ শিল্প পণ্যের
বিপুল সমারোহ ঘটেছে, যা স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি
মুরাদনগরের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরছে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই
মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ
আবদুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক, বাঙ্গরা বাজার
থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক
এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মোঃ আবদুর রহমান তার বক্তব্যে বলেন,
বিজয় মেলা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে
ছড়িয়ে দিতে সহায়তা করবে। একই সাথে, এই মেলা স্থানীয় শিল্প ও কুটির শিল্প
বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
