মহান
মুক্তিযুদ্ধের বিজয়ের ঊষালগ্নে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের
শিকার হওয়া শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর, ২০২৫ইং
রবিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান-এর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায়
দেশ গড়ার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবদুর রহমান
বলেন, "পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুঝেছিল, একটি জাতির
মেরুদণ্ড ভেঙে দিতে হলে এর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করতে হবে। ১৪
ডিসেম্বরের হত্যাযজ্ঞ ছিল সেই ঘৃণ্য ষড়যন্ত্রেরই ফসল। আমরা তাদের রক্তের ঋণ
কখনও ভুলব না। তাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই আমাদের
অঙ্গীকার।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদার-এর
মনোজ্ঞ উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা বরুন
চন্দ্র দে, বাঙ্গরা বাজার থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম মানিক।
আলোচনা
সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল
আউয়াল খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, এছাড়াও, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি
দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, স্কুল-কলেজের বিপুল সংখ্যক
ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সুধীজনেরা সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে
শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত
কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
