কুমিল্লার
ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫)
বৃত্তি পরীক্ষা “সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ স্কুল এন্ড কলেজে” সুষ্ঠুভাবে
সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষায় এলাকার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫৪ জন
শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের আসন
বিন্যাস, নির্ধারিত সময়ের আগে ওএমআর শীট বিতরণ, পরীক্ষার্থীদের প্রয়োজনীয়
দিকনির্দেশনা প্রদান, নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র বিতরণ এবং পরীক্ষা শেষে
উত্তরপত্র সংগ্রহের মাধ্যমে পুরো কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করা হয়।
পরীক্ষায়
প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর
(অব) মি. নাজির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড
কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল মমিন, বিশ্ববিদ্যালয়
ছাত্র সমিতির রেক্টর ও সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, আব্দুল কাইয়ুম
শিমুল ও মামসাদ আলম, সাবেক সভাপতি শাহিন আলম, সাইদুল ইসলাম খন্দকার ও
ইয়াকুব আলী তুষার, সিনিয়র সদস্য সাখাওয়াতুর রহমান সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি জয়চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক
মেহেদী হাসান রিফাত। এছাড়া পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন পারভেজ, তপু,
কাউসার, ফাহিম, তুষার, মুবিন, ইশতিয়াক, নেয়ামত উল্লাহ, রাহিদ ও রাহাত
প্রমুখ।
অতিথিবৃন্দ পরীক্ষার শৃঙ্খলা ও ব্যবস্থাপনার প্রশংসা করেন।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির ৩৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
