নাঙ্গলকোট
প্রতিনিধিঃ প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা
অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার রবিবার বিকালে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত
হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর সভাপতিত্বে
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সমাজসেবা কার্যালয়
উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।
নাঙ্গলকোট উপজেলা সমাজসেবা কর্মকর্তা
রাশেদ মিয়াজীর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ
জাকারিয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী,
দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তির সুফল ও গুরুত্ব তুলে ধরেন।
