সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২
বুদ্ধিজীবী দিবসে দাউদকান্দির রায়পুর বধ্যভূমি স্বৃতিস্তম্ভে শ্রদ্ধা
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩২ এএম |


মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দাউদকান্দির রায়পুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, দাউদকান্দি প্রেস ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার জিংলাতুলি ইউনিয়নের রায়পুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক, আব্দুল কুদ্দুস, আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী , গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ইশরাদ হোসাইন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জিংলাতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম , যুগ্ম আহ্বায়ক মো. আজমলুর রহমান নিপুণ, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হাজারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩মে  স্বাধীনতাযুদ্ধ চলাকালে পাকবাহিনী এবং তাদের দোসর রাজাকার- আলবদররা দাউদকান্দি উপজেলার রায়পুরে গণহত্যা চালিয়েছিল। সেদিনের গণহত্যায় শহীদ হয়েছেন  ডাঃ পান্ডব দেবনাথ, অনাথ বন্ধু দেবনাথ, নকুল চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র সরকার, রণজিৎ চন্দ্র সরকার, উমেষ চন্দ্র সরকার, শরৎচন্দ্র সরকার, ফেলন চন্দ্র সরকার, বিদেশিনী সাহা, কামিনী সুন্দরী,  সুধির বণিক ও বেদানা সুন্দরী।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামায়াতে যোগ দিলেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারীসহ একাধিক নেতাকর্মী
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২