কুমিল্লার
লালমাই উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে
দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমাই থানার ওসি মো
: নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা :
এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদুল্লাহ, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন
মজুমদার, লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠান
সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম।
বক্তারা
বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের
সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের
শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
নয় মাসের
রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের
দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি
কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে
বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই
হতবিহ্বল করে দিয়েছিল।
