শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ এএম |



  হোমনায় যুবককে হত্যা করে  অটোরিকশা ছিনতাইকুমিল্লা প্রতিনিধি।। 
কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কারাকান্দি - বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে। 
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ছিলো। ধারনা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। 
নিহত শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে আজ সকালে ফেসবুকের মাধ্যমে পরে জানলাম তার লাশ ভুট্টা খেতে পরে আছে। তার অটোরিকশাটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। মনে হয়, অটোরিকশা ছিনতাই করার জন্যই আমার ছেলেকে মেরে ফেলেছে। 
ওসি মোরশেদুল আলম চৌধুরী আরো জানান, লাশটি উদ্ধার করে হোমনা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসোতালে পাঠানো হবে। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
ওসমান হাদির মাথায় গুলি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২