
টি-টোয়েন্টি
বিশ্বকাপের টিকেট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে আইসিসি। প্রথম ধাপে ২০ লাখের
বেশি টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
আইসিসির টিকেট বিক্রির ওয়েবসাইটে (ঃরপশবঃং.পৎরপশবঃড়িৎষফপঁঢ়.পড়স) বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে বৈশ্বিক আসরের টিকেট।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
ভারতের
কিছু ভেন্যুতে টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ রুপি (১.১ ডলার)। আর
শ্রীলঙ্কায় সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১ হাজার শ্রীলঙ্কান রুপি (৩.২
ডলার)।
দ্বিতীয় ধাপে কবে থেকে টিকেট বিক্রি শুরু হবে, সেটা শিগগিরই জানানো হবে বলে বৃহস্পতিবারের বিবৃতিতে জানিয়েছে আইসিসি।
২০ দলের টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। পাঁচ দল করে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে।
ফের
একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে
তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। আরেক স্বাগতিক
শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের চার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।
বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। সেখানে
তাদের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং নেপাল
ও নবাগত ইতালি। আর ‘ডি’ গ্রুপে আছে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,
আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে।
২৯ দিন ব্যাপী
টুর্নামেন্টটি হবে মোট আটটি ভেন্যুতে; ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি।
ভারতে খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ
চিদাম্বারাম স্টেডিয়াম, দিল্লির আরুন জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে
স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে।
শ্রীলঙ্কায় ম্যাচগুলো হবে
কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট
গ্রাউন্ড ও ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
কলম্বোয়
আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ওই দিন
ম্যাচ হবে আরও দুটি; কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে
বাংলাদেশ আর মুম্বাইয়ে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
প্রতি গ্রুপ
থেকে শীর্ষ দুটি করে দল যাবে সুপার এইট পর্বে। সেখানে আট দলকে দুই গ্রুপে
ভাগ করা হবে। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে
সেমি-ফাইনালে। শেষ চারের লড়াই দুটি হবে আগামী ৪ ও ৫ মার্চ। শিরোপা
নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে ৮ মার্চ।
যদি সেমি-ফাইনাল ও ফাইনালে খেলে
পাকিস্তান, তাহলে ম্যাচ দুটি হবে কলম্বোয়। অন্যথায়, ওই সেমি-ফাইনাল (যেটিকে
ধরা হয়েছে প্রথম সেমি-ফাইনাল) হবে কলকাতায় এবং ফাইনাল হবে আহমেদাবাদে।
অন্য সেমি-ফাইনালটি হবে মুম্বাইয়ে।
