দাম নিয়ন্ত্রণে
আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ ৩ মাস ৬ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি
স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে
পেয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে দাবি আমদানিকারকদের।
রবিবার (৭
ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য
দিয়ে পণ্যটি আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের
আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করেছেন। প্রতি টন পেঁয়াজ ২৪৫
ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ
আমদানিকারক রকি ট্রেডার্সের আতিক হাসান বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম
ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সরকার আমদানির অনুমতি দেয়। সে মোতাবেক আমরা রবিবার
সকালে আগের আবেদনগুলো নতুন করে সাবমিট করি। প্রথমদিন ৫০ জন আমদানিকারক
আমদানির অনুমতি পায় এর মধ্যে আমরাও ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি।
ইতিমধ্যেই আমাদের আমদানি করা পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশ করেছে। আমদানির
খবরেই দেশে পেঁয়াজের দাম কমে আসছে। আমদানি অব্যাহত থাকলে দাম সাধারণের
নাগালের মধ্যেই চলে আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের
উপসহকারী কর্মকর্তা বলেন, দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানির
অনুমতি বন্ধ রাখায় গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি আমদানি
বন্ধ ছিল। দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে আজ থেকে
আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ প্রথমদিন হিলি স্থলবন্দরের ৪
জন আমদানিকারক ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই বন্দর
দিয়ে রকি ট্রেডার্স নামের এক আমদানিকারক ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে।
আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এসব পেঁয়াজ পরীক্ষা-নিরীক্ষা করে
সনদ প্রদান করা হবে। এরপর আমদানি করা পেঁয়াজ বন্দর থেকে খালাস নিতে পারবেন
আমদানিকারকরা।
