চাঁদপুরের
শাহরাস্তি উপজেলার রাশ্রায়ী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর এলাকায় অবৈধভাবে
ফসলি জমির মাটি কাটার ঘটনায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে। রবিবার, (৭
ডিসেম্বর ২০২৫) রোববার সকালে স্থানীয়দের অভিযোগের পর উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া
হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় তাঁর সঙ্গে প্রসন্নপুর ইউনিয়ন ভূমি
অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের
সময় ফসলি জমি কাটায় ব্যবহৃত একটি বেকুর দুইটি ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত
থাকবে, যাতে কোনোভাবেই আবাদ যোগ্য জমি নষ্ট না হয়।
প্রশাসন আরও জানায়, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
