কুমিল্লা
মর্ডান হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক
কমিটির আহবায়ক ফয়সাল আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী এ বি এম আমিরুল ইসলামের
নেতৃত্বে আজ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুসরাত জাহানের সাথে
সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি অনুষ্ঠান ও আনুষ্ঠানিক নামের তালিকা প্রদান
সম্পন্ন হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অফিস কক্ষে অনুষ্ঠিত এই
সৌজন্য সাক্ষাৎ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ
পরিবেশে সম্পন্ন হয়। বিদ্যালয়ের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও কমিটি
পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ায় নুসরাত জাহান কমিটির সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য
ও উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সুসংগঠিত
ভূমিকা বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, শিক্ষা পরিবেশ সমৃদ্ধকরণ এবং
সর্বোপরি সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি
তিনি দ্রুত সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের
প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের বিদ্যমান
সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাক্তন
শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা
অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
