
দেশ বদলাবে নতুন নেতৃত্ব এ-ই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা-৫ থেকে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) উদ্যোগে (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসন থেকে আগামী নির্বাচনে বুড়িচংয়ের কৃতি সন্তান হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে এন সি পি গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সদস্য, কুমিল্লা জেলা যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেধাবী ছাত্রনেতা আমির হামজা মাসুম শাপলা কলি মার্কা নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি গ্রাম ইউনিয়ন পাড়া মহল্লায় তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে ও গণসংযোগ করছেন। পাশাপাশি লিফলেট ও কৌশল বিনিময় করেন। তিনি গতকাল শনিবার ও রবিবার বুড়িচং উপজেলার ভরাসার বাজার, ইছাপুরা,গাজীপুর, বুড়িচং সদর,পূর্নমতি, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, নাইঘর,দীর্ঘভূমি, ডগ্রাপাড়া,কল্পবাস, নন্দীপাড়া, ধান্যদৌলসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি একজন তরুণ প্রার্থী বুড়িচং ব্রাহ্মণপাড়াকে আধুনিক দুর্নীতি মুক্ত আদর্শ উপজেলা হিসেবে রূপান্তর করতে চাই। সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুই উপজেলাকে উন্নয়নের করতে চাই। এছাড়াও এলাকার অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই আগামী দিনে আমাকে আপনারা শাপলা কলি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি দুই উপজেলার শিক্ষার আমূল পরিবর্তন ঘটাবো, পিছিয়ে পড়া ও খেটে খাওয়া মানুষের অধিকার ফিরিয়ে দিব এছাড়াও দুর্নীতি মুক্ত মাদক মুক্ত উপজেলা রূপান্তর করতে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। তিনি বুড়িচং -ব্রাহ্মণপাড়া সর্বসাধারণের সার্বিক সহযোগিতা ও শাপলা কলি মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।
