শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
বিশ্বকাপে বাংলাদেশের গোলবন্যা, আমিরুলের ৫ গোল
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ এএম আপডেট: ০৫.১২.২০২৫ ১:৩২ এএম |

 বিশ্বকাপে বাংলাদেশের গোলবন্যা, আমিরুলের ৫ গোলযুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে বিশাল বড় জয় পেয়েছে। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলের জয় পায়। আমিরুল ৫, রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন। 
আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বাংলাদেশ-ওমান ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতা। আজ যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ একচেটিয়া খেলেছে। ওমান কোনো লড়াই করতে পারেনি। এতে সামিন-আমিরুলদের কোয়ালিটির পাশাপাশি ডাচ কোচ আইকম্যানের দক্ষতাও প্রমাণ দেয়।
প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বিরতিতে।
মোঃ আবদুল্লাহ ৩৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন। আমিরুল পরের মিনিটে করেন তার চতুর্থ গোল। ওবায়দুল হাসান জয় ৪০তম মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন। 
আট গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের গোলক্ষুধা এতটুকুন কমেনি। শেষ কোয়ার্টারে আরেও ৫ গোল হয়। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। আমিরুল বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ। 
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর। স্থান নির্ধারণী পর্যায়ে অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থান নির্ধারণীর পরবর্তী দুই ম্যাচ জিতলে বাংলাদেশ যুব বিশ্বকাপে ২৪ দলের মধ্যে ১৭ হয়ে শেষ করতে পারবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২