
অ্যাশেজ
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯ উইকেটের পতন ঘটেছে ইংল্যান্ডের। টস
জিতে ব্যাট করতে নেমে জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে
প্রথম দিন শেষ করেছে। রুট ১৩৫ রানে ও জোফরা আর্চার ৩২ রানে অপরাজিত আছেন।
তারা দুজন আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ব্যাট
করতে নেমে ৫ রানেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথমে বেন ডাকেটকে
শূন্যরানে আউট করেন স্টার্ক। এরপর অলি পোপকেও শূন্যরানে বোল্ড করেন তিনি।
সেখান
থেকে জ্যাক ক্রলি ও জো রুট ১১৭ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। ১২২ রানের
মাথায় ক্রলি আউট হলে ভাঙে এই জুটি। ১১ চারে ৭৬ রান আসে ক্রলির ব্যাট থেকে।
এরপর হ্যারি ব্রুককে নিয়ে দলীয় সংগ্রহকে ১৭৬ পর্যন্ত টেনে নেন রুট। এই রানে
ব্রুক ফিরেন ৩১ রান করে।
এরপর ২১০ রানে বেন স্টোকস (১৯), ২১১ রানে জেমি
স্মিথ (০), ২৫১ রানে উইল জ্যাক (১৯) ও ২৬৪ রানে গাস অ্যাটকিনসন (৪) আউট
হলেও রুট থাকেন অবিচল। এ যাত্রায় ১৮১ বলে ১১ চারে টেস্ট ক্যারিয়ারের ৪০তম
সেঞ্চুরি ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন। শুধু তাই নয়,
গেল ১২ বছরে ও ৩০ বারের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে এটা ছিল তার প্রথম
সেঞ্চুরি।
২৬৪ রানের মাথায় ইংল্যান্ড নবম উইকেট হারালেও রুট ও আর্চার
মারমুখী ব্যাটিং করে দলীয় সংগ্রহকে ৩০০ পার করেন। ১৮১ বলে সেঞ্চুরি করা রুট
পরের ২১ বলে করেন ৩৫ রান। আর আর্চার ২৬ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ৩২ রান।
তাতে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করে সফরকারীরা।
বল হাতে মিচেল স্টার্ক ৬ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নেন মাইকেল নেছার ও স্কট বোলান্ড।
