শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তারা
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশে রোধে কঠোর থাকবে প্রশাসন
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ২৮.১১.২০২৫ ১:০৮ এএম |




 নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশে রোধে কঠোর থাকবে প্রশাসনইসমাইল নয়ন।। 
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ও নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর থাকবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ নির্মূলের ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, ড্রেজার চুরাকারবারী ও কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে সোচ্চার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ইভটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিস স্টেশনটি সাইনবোর্ড এর মধ্যে আটকে আছে আট বছর। এর কার্যক্রম ও সুফল ব্রাহ্মণপাড়া বাসী কবে থেকে পাবে জানতে চান বক্তারা।
গতকাল ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ ফরিদুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী, মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার,সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ,সালদা ও শশীদল বিওপি প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশে রোধে কঠোর থাকবে প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
তারেক-ইউনুস ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করছে
কুমিল্লার নতুন পুলিশ সুপার আনিসুজ্জামান
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২