রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা
পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫
নভেম্বর) দিনগত রাত পৌঁনে ১টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর-কালিয়ারচর
সড়কের মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা
হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোড়াসহ দেশীয় অস্ত্র
উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) চান্দিনা থানার
উপ-পরিদর্শক (এস.আই) হাবিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন
চান্দিনা থানা পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয়
কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার পোনসাই গ্রামের
শাহ আলম এর ছেলে সিয়াম আহমেদ (১৯), মনির হোসেন এর ছেলে মো. ফয়সাল খাঁন
(২১), জাহাঙ্গীর আলম এর ছেলে জাহিদ হাসান (২১), জামাল হোসেন এর ছেলে মেহেদী
হাসান (২০), ধনু মিয়া মেম্বারের ছেলে মো. আরিয়ান (২১)।
চান্দিনা থানার
উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন জানান- আমরা রাতে টহল ডিউটি অবস্থায় গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারি মুরাদপুর বাজার ১শ গজ দক্ষিণে সড়কের উপর
কয়েকজন অস্ত্রধারী ডাকাত সংঘবদ্ধ হয়। তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৫জনকে
আটক করি। এসময় তাদের প্রত্যেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- পৃথক ২টি ঘটনায়
চান্দিনা থানার একজন উপ-পরিদর্শক ও গোয়েন্দা শাখার একজন উপ-পরিদর্শক বাদী
হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা
কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের আটক করতে চেষ্টা অব্যাহত
রয়েছে।
