যুবসমাজকে
খেলাধুলায় উদ্বুদ্ধ করে আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে
মন্তব্য করেছেন জামায়াতের কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল
হক মামুন।
তিনি আরও বলেন বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে
মুক্ত করতে প্রতিটি এলাকায় স্থানীয়ভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও
অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে।
বৃহস্পতিবার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন এর কৃষ্ণপুর গ্রামে কৃষ্ণপুর
তরুন ও যুব সমাজের উদ্যেগ এ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ উদ্বোধন
করার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা জজকোর্ট
এর এডভোকেট এম.এ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য
দেলোয়ার হোসেন সবুজ,অধ্যাপক মফিজুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত
ছিলেন জামায়াতে ইসলামীর ৪নং আমড়াতলী ইউনিয়ন এর আমীর ডা.সিরাজুল ইসলাম,৫নং
পাঁচথুবী ইউনিয়ন এর আমীর মাওঃ কাজী আব্দুল কাদের, জামায়াতের ৪ নং আমড়াতলী
ইউনিয়ন এর সেক্রেটারি মাওঃ মোঃ শাহজাহান, কামরুল হাসান আবু তাহের সহ এলাকার
অন্যান্য গন্যমান্য ব্যাক্তি।
২৭ ও ২৮ নভেম্বর ২ দিন ব্যাপী চলবে এই নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টটি।
