নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মডার্ণ হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি
মোহাম্মদ মফিজুর রহমান নিজামীকে মোবাইল ফোনে হুমকি ও চাকরিচ্যুতির ভয়
দেখানো হয়েছে। এ ঘটনায় গত বুধবার (২৬ নভেম্বর) তিনি কুমিল্লা কোতোয়ালী মডেল
থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে জানা যায়, গত
ডিসেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান প্রায় ১২ লাখ ২ হাজার ২৭ টাকা
আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিদ্যালয়ের ৩৯ জন এমপিওভুক্ত শিক্ষক
ও কর্মচারী লিখিতভাবে কুমিল্লার জেলা প্রশাসক এবং বিদ্যালয়ের অ্যাডহক
কমিটির সভাপতির কাছে অবহিত করেন। পরে কয়েকজন সিনিয়র শিক্ষক সাংবাদিকদের এ
ব্যাপারে তথ্য দেন।এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮
মিনিটে এক নারী নিজেকে ‘মহিলা সাংবাদিক’ পরিচয় দিয়ে ওই শিক্ষককে ফোন করে
‘চাকরি থেকে বহিষ্কার করা হবে’ বলে হুমকি দেন। একই সঙ্গে যেকোনো সময় স্কুলে
এসে তাকে আক্রমণ করার কথাও বলেন। এতে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়
ভুগছেন বলে জানিয়েছেন।
শিক্ষক নিজামী জানান, “আমরা আর্থিক অনিয়মের
বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছি।
এরপরই আমাকে অজ্ঞাত নম্বর থেকে ভয় দেখানো হয়েছে।”ঘটনার পর তিনি ভবিষ্যৎ
নিরাপত্তার স্বার্থে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।থানার এক
কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের
তদন্তকারী কোতয়ালী থানার ইন্সপেক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম (নিরস্ত্র)
বলেন, অভিযোগ পেয়েছি। বাদীর সাথে আমার সরাসরি কথা হয়েছে। বিবাদীর সাথেও
যোগাযোগ করেছি। তবে বিবাদী সাংবাদিক কিনা নিশ্চিত হওয়া যায়নি।
