প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে মোমিন হোসেন (২৭) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ
বাহিনী। আটককৃত মোমিন হোসেন উপজেলার বেতাগাঁও গ্রামের মৃত মো: আব্দুল
দুলাল মিয়ার ছেলে।
লালমাই থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, বুধবার
দিবাগত-রাতে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামে সুনির্দিষ্ট
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়
আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ৩৮ পিস ইয়াবা ও ৮ শ গ্রাম
গাঁজা, দুটো মোবাইল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে থাকে। পরে সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমাই
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান আটককৃত ব্যক্তির
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার
২৭ নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।
