
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার কোতয়ালী মডেল থানার মতিনগর এলাকায় র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল পৃথক অভিযান চালিয়ে ৪০
কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫)
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়,
গ্রেফতারকৃত ব্যক্তির নাম কবির হোসেন (৩৬)। তিনি কুমিল্লার কোতয়ালী মডেল
থানার মতিনগর গ্রামের বাসিন্দা এবং সুলতান মিয়ার ছেলে। তার হেফাজত থেকে ৪০
কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে কবির হোসেন স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও
খুচরা বিক্রি করে আসছিলেন। মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই
র্যাব এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। র্যাব-১১ জানায়, মাদক
নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
