জীবনের শুরুতেই জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি শুরু করি। জনগণের কল্যাণে আমার রাজনীতি করা আর মানুষের সেবা করাই আমার ধর্ম। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাগো দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম মাস্টার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ ওমর আলী মার্কেটে স্থানীয় জনগণের আয়োজনে গণসংযোগ শেষ মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ ওমর আলী'র সভাপতিত্বে হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম মাস্টার আরো বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা ও সমর্থন দেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আমি ইনশাল্লাহ যদি পাশ করি। তাহলে, আমাদের প্রিয় নেতা মরহুম এমকে আনোয়ার সাহেব যে কাজগুলো করার সময় পান নাই; সেই কাজগুলো আমি করে শেষ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ডাক্তার শেখ ফরিদ উদ্দিনের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোঃ মোশাররফ হোসেন, সালাউদ্দিন সালু মেম্বার, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হালিম মোল্লা, সাবেক সহ-সভাপতি মোঃ কামাল মোল্লা, জয়পুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সমাজ সেবক মামুনুর রশিদ মামুন ও মাহফুজুল ইসলাম মাস্টারের জেষ্ঠ্য সন্তান মোঃ আসিফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে লালবাগ মোড়, নিলখী বাজার, মিরাশ আড়ং, পঞ্চবটিসহ আশপাশের পথচারী ও দোকানপাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরন করে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেন। জনগণ এই নির্লোভী বর্ষিয়ান নেতাকে মাঠে পেয়ে আশার আলো ফিরে পান বলে জানান।
