ব্রাহ্মণপাড়া
উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামি রুকন ও শিদলাই গোলাবাড়ীয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দিন (৪৮) এর দাফন
সম্পন্ন হয়েছে। গত ২৪ নভেম্বর (সোমবার) সকাল ৯ টায় কর্মরত অবস্থায়
বিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। একই দিনে রাত ৮
টায় সিদলাই (৯নং ওয়ার্ড) তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে
দাফন সম্পন্ন করা হয়।
সদা হাসোজ্জ্বল বিনয়ী মাওলানা জামাল উদ্দিন
মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং কর্মরত অবস্থায়
সকাল ৯ টায় শিদলাই গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হার্ট অ্যাটাকে
আক্রান্ত হন। পরবর্তিতে সহকর্মীরা তাকে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট
হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাজনৈতিক জীবনে
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা শহর শাখার সাবেক বাইতুলমাল
সম্পাদক ও বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামির রুকন
ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে
গেছেন।
নামাজের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (উত্তর) জামায়াতে
ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন, জামায়েত ইসলামী কুমিল্লা নায়েবে আমির
আলমগীর সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম,
কুমিল্লা-৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী ড. মোবারক
হোসাইন, সাবেক জামায়াতে আমির শাহজালাল মাষ্টার, আড়াইবাড়ি মাদ্রাসার
প্রিন্সিপাল মোঃ হোসেন মাস্টার, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার,
সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, জনকল্যাণের সভাপতি মোঃ ফারুক
খান, মাওলানা আব্দুর রউফ সালেহীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। জানাজার
নামাজে ইমামতি করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা
মিজানুর রহমান আতিকী।
