নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ধর্মপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের উপর
হামলার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে চারজন নারী। রবিবার
সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত
করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন
(২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০), আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), মাহফুজ
(২৪), চামেলী (২৮), রুজিনা (৩০), স পাখি (৩২), সুমি আক্তার (১৮), মাহবুব
আলম প্রকাশ মাসুম (৪৫)।
ওসি মাহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ১১ জনকে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপর হামলার ঘটনায় মূল
হোতা রবিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,
গত দুপুরে কুমিল্লার ধর্মপুর রেলগেট চেকপোষ্টে রবিন নামে ওয়ারেন্ট ভুক্ত
এক আসামিকে আটক করে পুলিশ। এ সময় রবিনের পরিবার ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা
ধস্তাধস্তি ও পুলিশের উপর হামলা করে রবিনকে ছিনিয়ে নেয়। ইট পাটকেল নিক্ষেপ
করে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে এবং এক পুলিশ সদস্যকে হাতে কামড়
দিয়ে পালিয়ে যায় রবিন। ঘটনার পর ধর্মপুর এলাকায় অতিরিক্ত পুলিশ র্যাব ও
সেনাবাহিনীরউপস্থিতির লক্ষ্য করা যায়। পরে শনিবার বিকাল থেকে রবিবার সকাল
পর্যন্ত একটানা অভিযানে পুলিশ ধর্মপুর এলাকাসহ আশেপাশের এলাকা থেকে মোট ১১
জনকে গ্রেফতার করে। অভিযানে রবিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
