চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে
থাকা রাজমিস্ত্রী ও সহকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা
পরিষদ। সোমবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
জামাল হোসেন। রাজমিস্ত্রী, রংমিস্ত্রী, রডমিস্ত্রী ও সহকারীদের
নির্মাণকাজের বাস্তবসম্মত ধারণা দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলীওয়াসিম আকরাম, উপজেলা ডেভেলপমেন্ট
ফ্যাসিলেটর আবু বক্কর সিদ্দিক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলীমোজাম্মেল হক,
তোকান আলী, প্রশাসনিক কর্মকর্তা শংকর চন্দ্র রায়, হিসাব সহকারী মোহাম্মদ
সালাহউদ্দিন মজুমদার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মহুর আলী। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল
চেয়ারম্যানগণ। প্রশিক্ষণে কিভাবে টেকসই অবকাঠামো নির্মান করা যায়, সে সকল
বিষয়ে নির্মান শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়। এ বারই প্রথম
নির্মাণ শ্রমিকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করায়
ধন্যবাদ জানান তারা।
