দাউদকান্দিতে যুবদল নেতা কামাল হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
সকালে পৌর যুবদলের আয়োজনে উপজেলা সদর বিএনপির কার্যালয়ে এ শোক সভা
অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক শরীফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র
যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের
আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।
সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির
আহবায়ক নূর মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক
সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউছার আলম সরকার, স্বেচ্ছাসেবক দল আহবায়ক
কামাল হোসেন, শ্রমিকদল সভাপতি হোসেন মিয়া, ছাত্রদল আহবায়ক রাসেল মিয়া,জাসাস
আহবায়ক সোহেল মোল্লা,ওলামাদল সভাপতি জিয়াউল হক।
সভায় কামাল হোসেনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। কামাল হোসেন পৌরসভার ৮নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
শোক সভায় পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আহবায়ক ও সভাপতি ছাড়াও সংগঠন গুলোর অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
