কুমিল্লার
বুড়িচং থানার নতুন ওসি হিসেবে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করছেন
শাহিনুল ইসলাম। গত রোববার ২৩ নভেম্বর তিনি বুড়িচং থানায় যোগদান করেন। তিনি
এক প্রতিক্রিয়ায় বলেন, মাদককের সাথে নো কম্প্রোমাইজ, চলবে সাঁড়াশি অভিযান।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।
ওসি
শাহিনুল ইসলাম ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বুড়িচং থানায়
যোগদানের আগে তিনি মনোহরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা বলেও জানান।
ওসি শাহিনুল
ইসলাম বলেন, মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারী
কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার প্রথম
অগ্রাধিকার-মাদকমুক্ত ও জুয়ামুক্ত বুড়িচং গড়ে তোলা।
তিনি আরো জানান,
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে
পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে। অপরাধ দমনে থানা পুলিশের নজরদারি
বাড়ানো হবে এবং স্কুল-কলেজের আশপাশে বিশেষ টহল টিম মোতায়েন করা হবে, যাতে
তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
