
ঢাকায়
চলছে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের লক্ষ্য দুই
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফাহাদ রহমান এবং ফিদে মাস্টার তাহসিন
তাজওয়ার জিয়ার জিএম নর্ম আর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সজীবের
আন্তর্জাতিক নর্ম আদায়। ছয় রাউন্ড শেষে নীড়, তাহসিন ও সাকলাইনের নর্ম
পাওয়ার সম্ভাবনা শেষ। এখন শুধু ফাহাদের আশা জিইয়ে রয়েছে।
৯ রাউন্ডের
খেলায় জিএম নর্মের জন্য সাত ও আইএম নর্মের জন্য সাড়ে পাঁচ পয়েন্ট লাগবে। আজ
ছয় খেলা শেষে ফাহাদ চার পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন। বাকি
তিন খেলায় ফাহাদ জিতলে তার দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম হবে।
গ্র্যান্ডমাস্টার হতে তিনটি নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন।
ফাহাদ পরবর্তী
তিন রাউন্ডের মধ্যে একটি হোঁচট খেলে তার আর নর্ম পাওয়া হবে না। আজ
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আরেক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান
শাকিলের সঙ্গে ড্র করে নর্মের সুযোগ হাতছাড়া করেছেন। ছয় খেলায় তার পয়েন্ট
এখন তিন। বাকি তিন ম্যাচ জিতলে দাড়াবে সাড়ে ছয়। ফিদে মাস্টার সাকলাইন
মোস্তফা সজীবের পয়েন্ট দুই। শেষ তিন রাউন্ড জিতলে তার পয়েন্ট দাড়াবে পাচ।
এতে নর্মের শর্ত পূরণ হবে না।
এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য।
জিয়ার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার আন্তর্জাতিক
মাস্টারের তিন নর্ম রয়েছে। ২৪০০ রেটিং হলে তিনি আন্তর্জাতিক মাস্টার টাইটেল
পাবেন। এজন্য তাহসিন এখন জিএম নর্ম পাওয়ার চেষ্টা করছেন। এই টুর্নামেন্টে
নীড়ের মতো তাহসিনও জিএম নর্ম পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি।
ভারতের
আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট
তালিকায় শীর্ষে রয়েছেন। পরের তিন রাউন্ডের মধ্যে তিনি দুই পয়েন্ট পেলেই
জিএম নর্ম পাবেন। ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্তও নর্মের খুব
কাছাকাছি। আগামী তিন খেলায় আর দেড় পয়েন্ট পেলে তিনি আইএম নর্ম পাবেন।
