
কুমিল্লা
ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্নুকার দ্বৈত খেলার ফাইনালে তারেক
ওবায়দুল্লাহ ও মাহির শাহরিয়ার জুটি ৩-২ ফ্রেমে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন
হয়েছে। রানার্সআপ হয়েছে ফয়সাল মজুমদার মুকুল ও ডা. ইমরান হামিদ শান্থ
জুটি। গতকাল বুধবার রাতে কুমিল্লা বিলিয়ার্ড রুমে অনুষ্ঠিত তীব্র
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ফাইনাল খেলা রাত ৮টায় শুরু হয়ে রাত ১টায় শেষ
হয়েছে। মোট ১৪ জন খেলোয়াড় স্নুকার দ্বৈত টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছেন।
